Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অত্র কার্যালয়টির প্রথম কার্যক্রম শুরু করে জনাব আব্দুল কাসেম ওবাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর 29/10/1994 তারিখের যোগদানের মাধ্যমে। 2016 সালে উক্ত অফিসের সাথে একই মন্ত্রণালয়ের ব্যানবেইস নামক দপ্তরটির কার্যক্রম শুরু হয় । ব্যানবেইস এর মাধ্যমে  অত্র কার্যালয়ে প্রায় 1200 জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার মাধ্যমে প্রশিক্ষিত শিক্ষকগণ শ্রেণিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর  এর মাধ্যমে পাঠদান করতে সক্ষম হয়েছে।  বর্তমানে অত্র অফিসে মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্ত ও কর্মচারী কর্মরত রয়েছেন 04()চার জন। তাঁরা হলেন: ০১. জনাব আ, ফ, ম, হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চ:দা:), ০২. জনাব মো: দুলাল উদ্দিন খান,  সহকারি উপজেলা মাধ্যমিক অফিসার, ০৩. জনাব ওয়ালী উল্লাহ, উপজেলা একাডমিক সুপারভাইজার,  এবং ০৪. মো: আলম হোসেন, নৈশ প্রহরী।

অপরদিকে ব্যানবেইস এর ০৩(তিন) জন কর্মচারী হলেন: ০১. জনাব রুহুল আমিন, ল্যাব  এ্যাসিসটেন্ট, ০২.  আল- আমিন, নিরাপত্তা প্রহরী, ও ০৩. মো: আনোয়ার সরদার, পরিছন্নতাকর্মী।